ভাত রাঁধছতো ঠিকমতো?

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

একলা পথচারী
  • 0
  • ২৩
মেয়ে, তুমি ভাত রাঁধছতো ঠিকমতো?
আঁধার ঘরে মুখ লুকিয়ে, চোখের পাতা খুব ভিজিয়ে
জানলা পাশে, একলা বসে
কাঁদছতো ঠিকমতো?
এই! তুমি ভাত রাঁধছতো ঠিকমতো?

যাদের চাওয়ায় জীবন তোমার চলছে অবিরত
যাদের কথায় তুমি হলে অন্য কারও মতো
আজকে কেমন লাগছে তোমায়? বলো তাদের চোখে?
তোমার কথা হয় তো বলা? হাসিমাখা মুখে?
ইচ্ছে তোমার সব ভুলিয়ে,
স্বপ্ন তোমার সব জ্বালিয়ে
সবার কাছে “ভালো” তুমি সাজছোতো ঠিকমতো?
এই! তুমি ভাত রাঁধছতো ঠিকমতো?

যার গলাতে শোনা যেত জীবন জয়ের গান
যার কথায় ছিল মুক্তি, চোখে প্রাণের আহ্বান
সেই মেয়েটা হারিয়ে গেল;
বলো তো কার দোষে?
কার কারণে সূর্য রাঙ্গা ডুবল যে প্রত্যুষে?



“আমি ছিলাম একা, আমার কিই বা করার ছিল
ওরা ছিল অনেক, আমার ইচ্ছে কেড়ে নিল”
এসব কথা ভেবে হয়ত ভালই লাগে তোমার
সত্যিটাকে নগ্ন দেখা লাগে না যে আর

যাক গে সেসব কথা, এখন তবে বল
নিজেকে আজ হারিয়ে তোমার, সুখী হওয়া হল?

মনের কথা মনেই রেখে, অন্য কারও মুখটি দেখে
অন্য চোখে স্বপ্ন তুমি আঁকছোতো ঠিকমতো?
এই, তুমি ভাত রাঁধছতো? ঠিকমতো?


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান শুধু ভাত রাঁধা কেন,নক্সি কাঁথাও তো সেলাই করতে পারে। ধন্যবাদ।
শুধু ভাত রাঁধা নয়, আরও অনেক কিছু করার ক্ষমতা মেয়েদের রয়েছে। আর, এই কথাটাই আমি আমার কবিতার মাধ্যমে বুঝাতে চেয়েছি। মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

০৬ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫